এখন নভেম্বর মাস, নির্বাচনের জন্য এবার আগেই পরীক্ষা নেয়া হচ্ছে। এখন শিক্ষার্থীদের পরীক্ষার সময়েও অবরোধ দিচ্ছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। যারা ক্ষমতায় যাওয়ার জন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়, তাদের আর কেউ চায় না।
রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সরকারি মহিলা কলেজের ছাত্রী সমাবেশের শুরুতে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলোচিত চিত্র নায়িকা মাহিয়া মাহি সরকার।
পরে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে, তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। ওই সময় তিনি বলেন, ‘যারা প্রথম ভোটার হয়েছেন বা হবেন, প্রথম ভোট নৌকায় দিবেন।’
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং নারী নেতৃত্ব বিকাশ’ শিরোনামে এ ছাত্রী সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দের সভাপতিত্বে ছাত্রী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
এতে আরেও বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আঞ্জুমানারা সহ অনান্যরা।
বেলা ১১ টার দিকে শুরু হওয়া ছাত্রী সমাবেশের কারণে প্রায় দুই ঘন্টার মত বন্ধ ছিল সরকারি মহিলা কলেজের পাঠদান।