নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন। সারা দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। কিন্তু একটি গোষ্ঠী, অর্থাৎ বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী চক্র নির্বাচন বানচাল করার জন্য দেশে আগুন সন্ত্রাস, বোমাবাজি করছে।’
তিনি বলেন, ‘আামদের কাছে খবর আছে আগামী ছয়-সাত দিন তাদের এই সহিংস কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এদের মুল উদ্দেশ্য কেয়ারটেকার গভর্মেন্ট প্রতিষ্ঠা করা নয়, দেশে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা যাতে বাংলাদেশে একটি পাপেট সরকার প্রতিষ্ঠা করা যায়। এই বাংলাদেশকে তারা একটি কলোনিতে রূপান্তর করতে চায়।’
মঙ্গলবার দুপুরে সারা দেশে ভিডিও কনফানেন্সে মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই উদ্বোধনের তালিকায় ছিল নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জ সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দ্বিতল রাস্তা নির্মাণ প্রকল্প। ওই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকের শামীম ওসমান এসব কথা বলেন।
প্রায় ২৯শ’ কোটি টাকা ব্যয়ে পঞ্চবটি থেকে মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ এবং দ্বিতল সড়কের এই প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শামীম ওসমান বলেন, ‘পৃথিবীর বহু দেশে নির্বাচন হচ্ছে। তাদের নিয়ে মানবাধিকারসহ পরাশক্তি দেশগুলোর কোনো মাথাব্যাথা নাই। কিন্তু ছোট্ট একটি দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিরা খুব উদগ্রীব।
‘এটার মূল কারণ আমাদের ভৌগলিক সীমারেখা। ভৌগলিক সীমারেখার জন্য বাংলাদেশ এখন খুব গুরুত্বপূর্ণ জোনে পরিণত হয়েছে। যে কারণে পরাশক্তি দেশগুলো এবং বাংলাদেশের স্বাধীনতাবিরোধী চক্র দেশকে অস্তিতিশীল করে তুলছে।’
তিনি বলেন, ‘বিশেষ করে খুনি তারেক রহমান লন্ডনে বসে নির্দেশ দিচ্ছে, যে করেই হোক বাংলাদেশে নির্বাচন বন্ধ করতে হবে।’
শামীম ওসমান বলেন, ‘ইনশাল্লাহ নির্বাচন হবে, সময় মতোই হবে। হয়ত এই নির্বাচন করতে গিয়ে কিছু ডালপালা ভাঙবে, কিছু গাছ উপড়ে পড়বে, কিছু শামীম ওসমান আহত-নিহত হবে। কিন্তু নির্বাচন হবেই।’
তিনি আরও বলেন, ‘মানুষের জানমাল রক্ষার দায়িত্ব আইনশৃখলা বাহিনীর। মানুষের জানমাল রক্ষার্থে আমরাও রাজপথে আছি।’
এ সময় বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই যে মানুষকে বোমা মেরে হত্যা করছেন, পুলিশকে হত্যা করছেন, যদি সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে আপনাদের বাড়িঘর চিহ্নিত করে, হামলা করে, তখন কী করবেন?
‘আর ছোট ছোট ছেলেরা, যারা এই আগুন সন্ত্রাস করছে, তারা কিন্তু কঠোর বিচারের মুখোমুখি হবে।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, পঞ্চবটি-মোক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দ্বিতল রাস্তা প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।