বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল ঘরের চালা, শিশুসহ দগ্ধ ১১

  • প্রতিনিধি,ময়মনসিংহ   
  • ১৪ নভেম্বর, ২০২৩ ১৭:৪৪

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে। তাদেরকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।’

ময়মনসিংহ নগরীতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার দুপুরে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন ৫ বছর বয়সী মীম, সাত বছরের রাহিম, ৫ বছরের সোলেমান, ৫ বছরের ইয়াসিন, ৯ বছরের মানিক,৩০ বছরের তরিকুল, ৪৫ বছরের সোহেল, ৪০ বছরের কহিনুর, ইসমাইল ও সালমা। আরেকজনের পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে। তাদেরকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।’

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, ‘কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।’

এ বিভাগের আরো খবর