দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে বুধবার সাংবাদিকদের অবহিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সাংবিধানিক প্রতিষ্ঠানটির সচিবালয়ের জনসংযোগবিষয়ক পরিচালক শরিফুল আলম মঙ্গলবার এক বার্তায় বলেন, ‘আগামীকাল বুধবার সকাল ১০টায় তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হবে। সাংবাদিক বন্ধুগণ নির্বাচন ভবনের নিচে অবস্থিত মিডিয়া সেন্টারে অবস্থান করবেন।’
ইসি সচিব জাহাংগীর আলমও মঙ্গলবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে গণভবনে মঙ্গলবার সকালে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের নির্বাচনও ঘনিয়ে এসেছে। হয়তো দুই-এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনি, মানে তারিখ, সময় (তফসিল) সেই ঘোষণা দেবে।’
গত ৯ নভেম্বর জাতীয় নির্বাচনের তফসিলের নির্দিষ্ট কোনো তারিখ না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, শিগগিরই ঘোষণা করা হবে তফসিল।
অন্য কমিশনারদের সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমরা এটার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি। আমরা যেটা বলেছি যে, দ্রুত আমরা তফসিল ঘোষণা করব। কারণ সময় হয়ে গেছে।’