বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

  • প্রতিনিধি, মেহেরপুর    
  • ১৪ নভেম্বর, ২০২৩ ১৩:৩৩

গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালক ও হেলপারকে আটক করা হয়েছে।’

মেহেরপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক বাইকচালক নিহত হয়েছে।

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ১৫ বছর বয়সী সায়েম গাংনী উপজেলা মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের হাসেম আলী বিশ্বাসের ছেলে। সে স্থানীয় হাজি ভরস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় আহত হয়েছে সঙ্গে থাকা সায়েমের বন্ধু বকুল।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম এসব তথ‍্য নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বলেন, ‘সায়েম ও বকুল দুই বন্ধু নিজ বাড়ি থেকে বাইকে করে খলিশাকুন্ডি যাওয়ার পথে আকুবপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই মারাত্মক জখম হয়ে সড়কের ওপর ছিটকে পড়ে।’

পরে স্থানীয়রা আহত দুজনকে চিকিৎসার জন‍্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধবার বেলা ১১টার দিকে সায়েমের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো খবর