বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চবি চলচ্চিত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি

  • প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   
  • ১৪ নভেম্বর, ২০২৩ ১১:২১

সংগঠনটির সভাপতি শামীম রানা শামু বলেন, ‘সুষ্ঠু চলচ্চিত্র অধ্যয়ন এবং রুচিশীল দর্শক তৈরি করার লক্ষ্যে ক্যাম্পাসে চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আমরা। সংসদের সাংগঠনিক কাজকে আরও বেগবান করতে যোগ্যতার ভিত্তিতে চেইন অফ কমান্ড মেইনটেইন করতে সেশন ওয়াইজ কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (চবিচস) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ কমিটি ঘোষণা করা হয়।

চবি চলচ্চিত্র সংসদের সভাপতি শামীম রানা শামু ও সাধারণ সম্পাদক আবিদ হাসান জয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলচ্চিত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে আছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উষাচিং মার্মা রাচিং, সমাজতত্ত্ব বিভাগের সাদিয়া খানম খুশবু, চারুকলা ইনস্টিটিউটের মোহাম্মদ শহীদ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমাম ইমু।

এ ছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী তৌফিক আহমেদ, বাংলাদেশ স্টাডিজ বিভাগের ফারজানা রিতু, ইংরেজি বিভাগের সাগর মাহমুদ, বাংলাদেশ স্টাডিজ বিভাগের সাগর মাহমুদ ও জাহিদ হাসান, বাংলা বিভাগের নুর নওশাদ ও পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী জিল্লুর রহমান।

পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আদিত্য গোস্বামী, এইচ আর এম বিভাগের আদিত্য গোস্বামী, বাংলাদেশ স্টাডিজ বিভাগের নওশীন আনোয়ার ও ইংরেজি বিভাগের তন্ময় দত্ত মিশু।

সংগঠনটির সভাপতি শামীম রানা শামু বলেন, ‘সুষ্ঠু চলচ্চিত্র অধ্যয়ন এবং রুচিশীল দর্শক তৈরি করার লক্ষ্যে ক্যাম্পাসে চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আমরা। সংসদের সাংগঠনিক কাজকে আরও বেগবান করতে যোগ্যতার ভিত্তিতে চেইন অফ কমান্ড মেইনটেইন করতে সেশন ওয়াইজ কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। এবং দীর্ঘদিন পর্যবেক্ষণ করে পারফরমেন্স অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে। যারা এবার পদ পায়নি আগামীতে তারা অবশ্য তাদের যোগ্যতার মূল্যায়ন পাবে। চলচ্চিত্র সংসদকে তারাই এগিয়ে নিয়ে যাবে।’

‘চিত্রের জাগরণে চিত্তের মুক্তি’ স্লোগানে অভিষেক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে চবিচস। সুস্থ ও স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ প্রদান ও দর্শকদের মাঝে গঠনমূলক চলচ্চিত্রের প্রতি আগ্রহ সৃষ্টিই সংগঠনটির মূল উদ্দেশ্য।

চবিচস বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, চলচ্চিত্র আড্ডা, শর্টফিল্ম প্রতিযোগিতা ও চলচ্চিত্র উৎসব আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

এ বিভাগের আরো খবর