বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নব্বই বছরের সুপেয় পানির সমস্যার সমাধান করলেন সেই ইউটিউবার

  • প্রতিনিধি, মৌলভীবাজার   
  • ১৩ নভেম্বর, ২০২৩ ২৩:৩৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচারের পর ওই ভিডিও দেখে দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন লন্ডন থেকে ইয়াছমিন, আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ১ জন, লন্ডনভিত্তিক উম্মা ফাউন্ডেশন নামে একটি সংস্থা এবং বাংলাদেশের দুজন ব্যবসায়ী। তাদের সহায়তায় কমলগঞ্জ উপজেলার রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামে নব্বই বছর ধরে সুপেয় পানির সমস্যার অবসান ঘটে।

মৌলভীবাজারের কমলগঞ্জের একজন ইউটিউবারের উদ্যোগে দুই গ্রামের অন্তত ৭শ’ পরিবারের নব্বই বছর ধরে চলা সুপেয় পানির অভাবের অবসান ঘটেছে। পাঁচটি ডিপ টিউবওয়েল পেয়েছে তারা।

সোমবার সকালে অতিথিদের নিয়ে ডিপ টিউবওয়েলের উদ্বোধন করা হয়।

এর আগে ২৮ অক্টোবর উপজেলার রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামের ৪-৫ হাজার পরিবারের দুর্ভোগের কথা একটি ইউটিউব ভিডিওতে প্রকাশ করে ইনফো হান্টার (Info Hunter) নামের একটি চ্যানেল। তাদের ফেসবুক পেজ থেকেও ভিডিওটি প্রচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের পর ওই ভিডিও দেখে দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন লন্ডন থেকে ইয়াছমিন, আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ১ জন, লন্ডনভিত্তিক উম্মা ফাউন্ডেশন নামে একটি সংস্থা এবং বাংলাদেশের দুজন ব্যবসায়ী। তাদের সহায়তায় কমলগঞ্জ উপজেলার রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামে নব্বই বছর ধরে সুপেয় পানির সমস্যার অবসান ঘটে।

সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান, ব্যবসায়ী মো. মাফি, মাওলানা হাফিজ আবুল হোসেন ও নিউজবাংলার মৌলভীবাজার সংবাদদাতা সালাহ্উদ্দিন শুভসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, নব্বই বছর ধরে সুপেয় পানির সমস্যায় ভুগছি আমারা দুই গ্রামের বাসিন্দারা। অনেক দূরে একটা সরকারি স্কুল থেকে ৩-৪ হাজার মানুষ পানি ব্যবহার করছি। এই সমস্যা কারও চোখে পড়ছিল না। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন ইউটিউবার এসে ভিডিও করেন। উনার ভিডিও দেখে দেশ ও বিদেশের মানুষজন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। এ এলাকার গুরুত্বপূর্ণ পাঁচ জায়গায় পাঁচটি ডিপ টিউবওয়েল উদ্বোধন করা হয়েছে। এতে আমাদের এতদিনের কষ্টের অবসান হয়েছে।

রাজকান্দি গ্রামের স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আবুল হোসেন বলেন, ‘২ বছর হলো আমাদের এই হাফিজিয়া মাদ্রাসা হয়েছে। পানির খুব সমস্যা। এখানে পানি নাই বললেই চলে। অজু ও অন্যান্য কাজের জন্য দূরবর্তী একটি পুকুর থেকে পানি এনে আমরা ব্যবহার করে আসছিলাম। ডিপ টিউবওয়েলের জন্য উপজেলা প্রশাসনের কাছে কয়েকবার ধরণাও দিয়েছি, কিন্তু কেউ এই সমস্যার সমাধান করেননি। এমনকি জামানত হিসাবে ১৫ হাজার টাকা পর্যন্ত জমা দিয়েছি, কোনো লাভ হয়নি। আমাদের মাদ্রাসায় ৪৮ জন ছাত্র ও ২ জন শিক্ষক পাঠদান করেন। সর্বশেষ একজন ইউটিউবারের উদ্যোগে আজ আমাদের পানির ব্যবস্থা হলো। আমরা উনার জন্য প্রাণভরে দোয়া করি। খোদা তা’আলা ওনাকে এমন আরও ভালো কাজ করার তৌফিক দিন!’

এ বিষয়ে ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান বলেন,‌ ‘নব্বই বছর ধরে খাবার পানিবিহীন ছিল রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামের মানুষজন। তাদের এ সমস্যা নিয়ে আমি যখন আমার ইউটিউব ও ফেসবুক পেজে ভিডিও আপলোড দেই, তখন লাখ লাখ মানুষ দেখে। তাদের মাঝে ৫ জন বন্ধু সাড়া দেন। তাদের কারণে দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটল এ দুই গ্রামের মানুষের।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় গিয়ে আমি মানুষের দুঃখ-দুর্দশার কথা আমার ইউটিউব ও পেজে আপলোড দেই। সেসব ভিডিও দেশ ও বিদেশের মানুষজন দেখেন। তাদের কারণে আমি এভাবে সবাইকে সহযোগিতা করতে পারছি। এগুলো আমি নিজের স্বার্থে করছি না। কিছুদিন আগে আমি কয়েকেটা পুঞ্জিতে পানি, বিদ্যুৎ ও স্কুলের ব্যবস্থা করে দিয়েছি। এভাবে আগামী দিনগুলোতেও সহযোগিতা করে যেতে চাই। আমার মানবিক ভাইবোনদের সহযোগিতায় এই কাজগুলো ধারাবাহিকভাবে করে যাব।’

এ বিভাগের আরো খবর