বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তফসিলের পর সেনা মোতায়েন চেয়ে আইনি নোটিশ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৩ নভেম্বর, ২০২৩ ২০:০৩

নোটিশকারী আইনজীবী জুলফিকার আলী জুনু নিউজবাংলাকে বলেন, ‘দেশের বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে গাড়িতে আগুন দেয়া হচ্ছে। তফসিল ঘোষণার পর এ ধরনের সহিংসতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নির্বাচন কমিশনকে সারা দেশব্যাপী সেনা মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করতে নোটিশ পাঠিয়েছি।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সারা দেশে সেনা মোতায়েন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষায় তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী মোতায়েন করতে অনুরোধ জানানো হয়েছে।

সোমবার সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশকারী আইনজীবী জুলফিকার আলী জুনু নিউজবাংলাকে বলেন, ‘দেশের বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে গাড়িতে আগুন দেয়া হচ্ছে। তফসিল ঘোষণার পর এ ধরনের সহিংসতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নির্বাচন কমিশনকে সারা দেশব্যাপী সেনা মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করতে নোটিশ পাঠিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের জানমাল রক্ষায় সেনা মোতায়েনের বিকল্প নাই।’

নোটিশে বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবরোধ ও হরতাল পালন করছে। রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন মিল-কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্যও দেখা যাচ্ছে। হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্কা হতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে।

এ অবস্থায় দেশের জনগণের জানমাল রক্ষায় স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে দেশে সশস্ত্র বাহিনী মোতায়নের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে আবেদন জানাচ্ছি।

অন্যথায় কমিশেনের বিরুদ্ধে সাংবিধানিক আদালতে মামলা করা হবে বলেও জানিয়েছেন নোটিশকারি আইনজীবী।

এ বিভাগের আরো খবর