ঢাকার যোগাযোগ ব্যবস্থায় চমক আনা মেট্রো ট্রেনে কনকা ফ্রিজের বিজ্ঞাপন নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তবে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বলছে, বিষয়টি নিয়ে সমালোচনার কিছু নেই। বিজ্ঞাপন দেয়া হয়েছে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই।
সম্প্রতি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রারেলে যোগাযাগ চালু হয়। এরই মধ্যে ট্রেনে লাগানো হয়েছে কনকা ফ্রিজের বিজ্ঞাপন। দুদিন ধরে ফেসবুকে অনেকে বিষয়টি শেয়ার করে ক্ষোভ জানাচ্ছেন।
সোমবার সন্ধ্যায় এ নিয়ে কনকার মূল প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহক হোসাইন নিউজবাংলাকে বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মিডিয়াকম প্রতিষ্ঠানের মাধ্যমে মেট্রো ট্রেনে ওই বিজ্ঞাপন দেয়া হয়েছে। পৃথিবীর অনেক দেশেই এমন বিজ্ঞাপন দেয়া হয়।’
তিনি বলেন, ‘অনুমতি না নিয়ে বা জোর করে তো আর বিজ্ঞাপন দেয়া যায় না। আমরা যথাযথ পদ্ধতি অনুসরণ করেই বিজ্ঞাপন দিয়েছি।’
বিষয়টি নিয়ে খুব সমালোচনা হচ্ছে, এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে জুলহক হোসাইন বলেন, ‘সমালোচনা হতেই পারে।’
মেট্রো ট্রেনে কনকা ফ্রিজের বিজ্ঞাপন নিয়ে রোববার থেকে বিশেষ করে ফেসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে। ভাইরাল হয়েছে কয়েকটি ছবি। কোচের ভেতর ছাড়াও ট্রেনে আন্ত ও বর্হিগমন ডোরওয়ের গায়েও লাগানো হয়েছে কনকার ওই পোস্টার।