প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী জোট। এরা মানুষের জন্য কাজ করে না। মানুষ খুন তাদের একমাত্র গুণ; আর কোনো গুণ নেই।
খুলনা সার্কিট হাউজ মাঠে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত। আরেকজন ২০০৭ সালে মুচলেকা দিয়ে বলেছিল যে আর কোনোদিন রাজনীতি করবে না। এখন লন্ডনে বসে যত টাকা দুর্নীতি করে চুরি করেছিল তা খরচ করে আর আগুন জ্বালিয়ে মানুষ মারে। এটাই হচ্ছে বিএনপি-জামায়েতের একমাত্র গুণ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখলাম ইসরায়েল প্যালেস্টাইনে হামলা করছে। বাচ্চাদেরকে নিয়ে মা হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। ওই ইহুদিরা হাসপাতালের ওপর বোমা হামলা করে মা-শিশুকে হত্যা করেছে।
বিএনপি-জামায়াতের লোকেরা বোধ হয় ওই ইসরায়েলের কাছ থেকে শিক্ষা নিয়েছে। সে জন্য ওরা আজ অ্যাম্বুলেন্সে হামলা করে, অন্তঃসত্ত্বাকে পর্যন্ত পুড়িয়ে মারে। তাহলে এরা কারা?’