বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আগুনে পুড়ে ছাই বাঁশখালীর ‘চৌধুরী বাড়ি’

  • প্রতিনিধি, আনোয়ারা ও বাঁশখালী (চট্টগ্রাম)   
  • ১৩ নভেম্বর, ২০২৩ ১৬:২০

খানখানাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে আগুনে ১২টি ঘ‌রের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হ‌য়ে গেছে।’

চট্টগ্রা‌মের বাঁশখালীতে আগুন লেগে ১২টি পরিবারের ঘর-বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে ।

উপজেলার খানখানাবা‌দ ইউনিয়‌নের চৌধুরী বা‌ড়ি‌তে রোববার রাত ১১টার সময় এ অগ্নিকাণ্ড হয়।

আগুনে চৌধুরী বা‌ড়ির আহমদ কবির, আবু তা‌লেব, জয়নাল আ‌বেদীন, হা‌ফেজ মো. আলমগীর,‌ মোহাম্মদ লোকমান, বদি আহমদ, সরওয়ার আলম, মোহাম্মদ করিম, মোহাম্মদ মিয়া, মো. সাদ্দাম, জালাল উদ্দীন ও মাহবুব আলমের ঘর পুড়ে যায়।

স্থানীয় জানায়, রাতে হঠাৎ করে আগুন লাগে চৌধুরী বাড়িতে। আগুনের তীব্রতা বেশি থাকায় প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর আগেই এসব ঘর পুড়ে যায়। ঘটনার পর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে।

খানখানাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে আগুনে ১২টি ঘ‌রের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হ‌য়ে গেছে।’

খানখানাবা‌দ ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান জসিম উদ্দিন হায়দার ব‌লেন, ‘ঘটনার খবর পে‌য়ে আমি ঘটনাস্থ‌লে ছু‌টে যাই। প্রকৃত ক্ষয়ক্ষ‌তির পরিমাণ জেনে উপ‌জেলা প্রশাসন‌কে জানানো হবে।’

এ বিভাগের আরো খবর