চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও তিন শিশু।
উপজেলার সুয়াবিল এলাকার বেতুয়ারকুল সড়কে সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৮ বছর বয়সী তাইনুর তাবাসসুম তোহা সুয়াবিল এলাকার হাফেজ জাহেদুল ইসলামের মেয়ে।
আহত তিন শিশু হলো মুনতাহা, মাঈশা সিদ্দিকা ও মেঘা রানী দেবী। তাদের মধ্যে মাঈশা সিদ্দিকা ও মেঘা রানী দেবীর অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই স্থানীয় সুয়াবিল ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভুজপুর থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সকাল নয়টার দিকে ওরা স্কুলে যাচ্ছিল। পথে একটি চাঁদের গাড়ি তাদের ধাক্কা দিলে তারা চারজন আহত হয়। তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তোহাকে মৃত ঘোষণা করে।
তিনি আর জানান, আহত তিনজনের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, চাঁদের গাড়িটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।