নাটোর থেকে অপহৃত এক গৃহবধুকে সাতক্ষীরায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণে জড়িত দুজনকে আটক করা হয় ।
সাতক্ষীরা সদর থানার শ্রীরামপুর গুচ্ছগ্রাম এলাকার একটি বাসা থেকে রোববার রাতে র্যাব-৫ অপহৃতকে উদ্ধার ও দুজনকে আটক করে। সাতক্ষীরা থেকে সোমবার সকালে গৃহবধূ ও আটক দুজনকে নাটোর সদর থানায় পাঠিয়েছে র্যাব।
আটক দুজন হলেন- সাতক্ষীরার শ্রীরামপুর গুচ্ছগ্রাম এলাকার ৩২ বছর বয়সী বিল্লাল হোসেন ও ওই এলাকার ৪৫ বছর বয়সী তাসলিমা বেগম।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সনজয় কুমার সরকার গৃহবধূ উদ্বার ও দুজন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১০ নভেম্বর সকালে অপহৃত গৃহবধু তার বাবার বাড়ী নাটোর শহরের মল্লিকহাটি এলাকা থেকে বের হয়ে পাশের প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যায়। বিকেলের পরেও তিনি বাড়িতে ফিরে না আসলে স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন।
কিন্তু অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাওয়া না যাওয়ায় গৃহবধূর বাবা মেয়ের নিখোঁজের বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিষয়টি র্যাব অফিসে জানান।
এরপর র্যাব সদস্যরা তদন্ত শুরু করেন এবং তথ্য-প্রযুক্তির সহযোগিতায় গৃহবধূর অবস্থান শনাক্ত করেন। পরে র্যাব নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল সাতক্ষীরা র্যাব-৬ এর সার্বিক সহযোগিতায় বিল্লাল হোসেনের বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার ও বিল্লালকে আটক করে। পরে বিল্লাল হোসেনের দেয়া তথ্যমতে অপহরণে জড়িত তাসলিমা বেগমকে আটক করা হয়।