বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে বাসচাপায় পথচারী নিহত, থানায় বাস রেখে পালালেন চালক

  • প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)    
  • ১৩ নভেম্বর, ২০২৩ ১১:৫৯

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। গাড়িটি পটিয়া থানায় রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মুজাফরাবাদ এলাকা রোববার রাত ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঈগল পরিবহনের একটি বাস ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাণ হারানো মন্টু কর উপজেলার খরনা ইউনিয়নের বাসিন্দা।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আমিরাবাদ এলাকা থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে যাওয়া ঈগল পরিবহনের বাসটি পটিয়া মুজাফরাবাদ এলাকা অতিক্রম করার সময় এক পথচারীকে চাপা দেয়। এর পর পটিয়া থানায় বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান।

এ ঘটনায় পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘মন্টু কর নামের ওই ব্যক্তি বাজার করে মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে ঈগল পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। ওই সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। গাড়িটি পটিয়া থানায় রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর