বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলন্ত ট্রেনে হাবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ টিটিইর বিরুদ্ধে

  • প্রতিনিধি, দিনাজপুর   
  • ১৩ নভেম্বর, ২০২৩ ১১:১৮

দিনাজপুর স্টেশন সুপার জিয়উল হক বলেন, এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চলন্ত ট্রেনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই)বিরুদ্ধে।

রোববার দুপুরের এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে রেল লাইন অবরোধ করে একটি ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে রাখেন।

মারধরের শিকার আব্দুর রাজ্জাক হাবিপ্রবির কম্পিউটার অ্যান্ড সাইন্স বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।

জানা গেছে, ঢাকা থেকে আব্দুর রাজ্জাক ও তার বন্ধু মিলে একতা এক্সপ্রেস ট্রেনে করে দিনাজপুরে আসছিলেন। পথে টিটিই বিশ্বজিৎ তাদের টিকিট চেক করেন। এ সময় তারা একটি টিকিট দেখাতে সক্ষম হলে তাদের কাছে টাকা দাবি করেন ওই টিটিই।

টাকা দিতে কিছুটা বিলম্ব হওয়ায় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অভিযুক্ত টিটি ও তার সহকারী মিলে আব্দুর রাজ্জাককে মারধর করেন।

আব্দুর রাজ্জাক বলেন, টিটিই বিশ্বজিৎ যখন আমাদের কাছে টিকিট দেখতে চান, তখন আমরা একটি টিকিট দেখাই। অন্য টিকিটের জন্য আমাদের কাছে জরিমানা স্বরূপ টাকা দাবি করেন তিনি। আমার কাছে তখন বেশি টাকা না থাকায় বন্ধুর কাছ থেকে নিয়ে দিতে চাই। কিন্তু তিনি দেরি করতে না চাওয়ায় বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি এবং তার সহকারী মিলে মারধর করেন।

এ ঘটনায় রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর ষ্টেশনে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে রাখেন। পরে উভয় পক্ষের সমঝোতার পর সোয়া ৯টায় ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়।

রেলপথ অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম ও সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম।

দিনাজপুর স্টেশন সুপার জিয়উল হক বলেন, এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। রেলওয়ে কর্তৃপক্ষ আগামী তিন দিনের মধ্যে দোষীদের ব্যবস্থা গ্রহণ করবে এমন আশ্বাস প্রদান করেছে। পরে বিক্ষুব্ধরা রেল লাইন ছেড়ে দেয়।

এ বিভাগের আরো খবর