বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে রোববার রাজধানীয় দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়া নারায়ণগঞ্জ ও সাভারে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কে বা কারা এর সঙ্গে জড়িত তা-ও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় দুপুর ১টা ১০ মিনিটে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যান ১টা ১৩ মিনিটে। আগুন নেভানো শেষ হয় সোয়া ১টার দিকে।
অপর ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় নাফ পরিবহনের থামিয়ে রাখা একটি মিনিবাসে রোববার সন্ধ্যায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পুলিশ ও বাসের চালক-হেলপার জানান, নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে মিনিবাসটি চিটাগং রোড পর্যন্ত চলাচল করে। অবরোধের কারণে দুপুর থেকেই মিটিবাসটি ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে রাখা হয়। সন্ধায় হঠাৎ বাসটিতে আগুন দেখা যায়। এ সময় সড়কে উভয় পাশে যান চলাচলে ব্যাঘাত ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। না পেরে পরে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, খবর পেয়ে আদমজী স্টেশনের একটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে বাসের আগুন নেভায়। তবে বাসে কোনো লোকজন না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘বাসের আগুন নেভানোর পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এ ছাড়া রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর তেজগাঁও এলাকায় নাবিস্কোর সামনে শ্যামল বাংলা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ৮টা ২২ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এ আগুনের ঘটনায় তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে কাজ করছে।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসোয়াদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’