সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসোয়াদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।’
ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসোয়াদুর রহমান বলেন, ‘বলিয়ারপুর স্ট্যান্ডে ওভারব্রীজের পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাসটি পার্কিং অবস্থায় ছিলো তাই কোনো হতাহতের ঘটনা ঘটনি।’
উল্লেখ্য, এর আগেও সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও মধুমতি মডেল টাউন এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।