বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নরসিংদীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১২ নভেম্বর, ২০২৩ ১৪:২৭

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। পরিবেশবান্ধব করে গড়ে তোলা হয়েছে এ কারখানা। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা।

নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান রোববার উপস্থিত থেকে এ কারখানার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। পরিবেশবান্ধব করে গড়ে তোলা হয়েছে এ কারখানা। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা।

জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এ কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ টন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।

২০১৮ সালের অক্টোবরে কারখানার নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের ২১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১১০ একর জমির ওপর নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকার চার হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা আর জাপান ও চীনের ঠিকাদারদের যৌথ কনসোর্টিয়াম ব্যাংক অব টোকিও-মিৎসুবিশি ইউএফজে লিমিটেড ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ১০ হাজার ৯২০ কোটি টাকার অর্থায়ন করেছে।

এ বিভাগের আরো খবর