বিএনপিসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে রাজধানীর নয়াপল্টনে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারে নাম থাকা অন্যতম আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৭। ওই মামলারই এজাহারে নাম থাকা আরেক আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে চাপাইনবাবগঞ্জ সদর এলাকা থেকে র্যাব-৫ এর একটি দল গ্রেপ্তার করে।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে ২৮ অক্টোবর পল্টন এলাকার কালভার্ট রোডের পূর্বপ্রান্তে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন। ওই দিন দুপুর তিনটার দিকে কতিপয় দুষ্কৃতকারী আকস্মিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। উক্ত ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
হামলার সময় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল আত্মরক্ষার্থে ডিআর টাওয়ারে প্রবেশ করার চেষ্টা করলে কয়েকজন দুষ্কৃতকারী তাকে রাস্তার ওপর ফেলে ইট, লাঠি ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে নৃশংসভাবে আঘাত করে, যার ফলে পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল গুরুতর আহত হন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ হত্যার এ ঘটনায় রমনা থানায় মামলা করে পুলিশ। পরদিনই এ মামলায় আসামি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতাসহ জেলা পর্যায়ের নেতাদের আসামি হিসেবে গ্রেপ্তার করছে পুলিশ ও র্যাব।