বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই পক্ষের দ্বন্দ্ব থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

  • প্রতিনিধি, ময়মনসিংহ   
  • ১২ নভেম্বর, ২০২৩ ০৮:৫২

থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘রাকিবকে হত্যার পর প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

নগরীর শম্ভুগঞ্জ টোলপ্লাজা এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো ২৩ বছর বয়সী আবদুর রাজ্জাক রাকিব নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালীকাড়ি এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় হায়েস গাড়ি ও মাইক্রোবাস সাইড দেয়া নিয়ে বিবাদের সূত্র হয়। ওই সময় দুই গাড়ির লোকজন কথা-কাটাকাটি ও হাতাহাতি করতে থাকেন। ঘটনাটি দেখতে পেয়ে রাকিবসহ কয়েকজন তাদের দ্বন্দ্ব থামাতে এগিয়ে গেলে, ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করা হয় তাকে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপাসাতালে নিলে সেখানে মৃত্যু হয় রাকিবের।

রাকিবের মামা মামুন মিয়া বলেন, ‘রাকিব বাড়ি থেকে শহরে যাচ্ছিল। পথে দুই পক্ষের মারামারি শুরু হলে সে তাদের থামানোর জন্য এগিয়ে যায়। ওই সময় তাকে ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।’

থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘রাকিবকে হত্যার পর প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর