দেশে রিজার্ভ কমে চলেছে প্রতিনিয়ত। ডলারের অভাবে বৈদেশিক লেনদেন করতে হিমশিম খাচ্ছে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এরমধ্যে দেশ থেকে বিদেশে ডলার করতে সক্রিয় রয়েছে একটি চক্র।
শনিবার মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে এমনই এক চক্রের সদস্যদের থেকে ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। উদ্ধার হওয়া ডলারের পরিমাণ ৩৩ হাজার ২০০ যুক্তরাষ্ট্রের ডলার।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা করে উদ্ধারকৃত ডলার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহমান আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ডলার পাচার হবে মর্মে সংবাদের ভিত্তিতে বিজিবি টহল জোরদার করা হয়। এ সময় এক ব্যক্তি বিজিবি সদস্যদের দেখে একটি ব্যাগ রেখে পালিয়ে যান। পরে ওই ব্যাগ তল্লাশি চালিয়ে চারটি বান্ডিলে ৩৩ হাজার ২০০ ডলার পাওয়া যায়।’
ডলারের মালিক ও পাচারকারীকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।