প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৪০ কর্মকর্তা। তাদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৯ জন কর্মকর্তা রয়েছেন ৯ জন। পদোন্নতিপ্রাপ্ত বাকি ২৩১ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
শনিবার এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব পদে তাদের যোগদানপত্র ই-মেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তীতে তাদের পদায়ন করা হবে।
জনপ্রশাসনে উপসচিবের এক হাজার ৭৫০টি পদ রয়েছে। নতুন করে পদোন্নতি পাওয়াদের নিয়ে এই পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭১৮ জন।
প্রসঙ্গত, গত বছরের ১ নভেম্বর ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার।