ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশীর বিরুদ্ধে।
মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে শুক্রবার রাতে সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৮ বছর বয়সী লিটন হোসেন শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, প্রায় সময় ওই গ্রামের মজনু মিয়ার জমির মাসকালাই ক্ষেত তছরুপ করেন প্রতিবেশী মালেক মিয়া। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাকবিতণ্ডা হয়। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মজনুর সঙ্গে মালেকের হাতাহাতি হয়।
খবর পেয়ে তার চাচাত ভাই লিটন এগিয়ে গিয়ে বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার লোকজন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় লিটনকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মালেক ও তার পরিবারের লোকজন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত যারা তাদের দ্রুত আটক করা হবে।’