বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় দম্পতিসহ নিহত ৩

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ১০ নভেম্বর, ২০২৩ ২৩:২৯

শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার গন্ধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক দম্পতি নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার গন্ধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার ৩৪ বছর বয়সী নাজমুল ইসলাম বাবু ও তার স্ত্রী ৩০ বছর বয়সী তাহমিনা আক্তার। আহত হয়েছে তাদের ৬ বছরের মেয়ে তাহরিন জাহান ফাহা।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, দুপুরে সোনারগাঁ উপজেলা থেকে মোটরসাইকেলে করে নাজমুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা তাদের শিশু সন্তান ফাহাকে নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে ঘুরতে যান। সন্ধ্যা সাতটার দিকে সেখান থেকে ফেরার পথে গন্ধবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়লে পেছন থেকে মালবাহী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ওই দম্পতি। তাদের সন্তানও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করা রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘নিহত দম্পতির মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

এ দিন সকালে গাউছিয়া এলাকা থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার যাওয়ার পথে ট্রাক চাপায় বাবু মিয়া নামে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন।

দুটি ঘটনায় ট্রাক আটক করা গেলেও চালক পালিয়েছেন বলে জানান রূপগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন।

তিনি বলেন, ‘ট্রাক আটকের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।’

এ বিভাগের আরো খবর