ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ অবস্থায় ৪৩ বছর বয়সী বাচ্চু এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাজতি বাচ্চুকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোহাগ জানান, সকালের দিকে হাজতি বাচ্চু কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি বলেন, বাচ্চুর বাবার নাম লিটন মিয়া। তবে কোন মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন, তা জানিনা।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘হাজতি বাচ্চুর মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’