বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গা প্রান্তে টোল বক্সের আগে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে বাস উল্টে একজন নিহত হয়েছেন।
বাসটি শুক্রবার সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুত গতিতে টানেল সড়কে প্রবেশ করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায়। এতে কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হওয়ার কথা জানান তারা।
এদের মধ্যে একজনের অবস্থা শোচনীয় হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত যুবকের বাড়ি আনোয়ারা বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত পরিচয় এই প্রতিবেদন লেখা অবদি জানা যায়নি।
এ ব্যাপারে পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসটিও জব্দ করে করা হয়েছে।’