বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ অগ্রযাত্রায় কেউ বাধা দিতে পারবে না।
রাজধানীর বিজয় সরণিতে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সংবলিত ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন শেষে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভাস্কর্য উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি আজকে সত্যিই খুব আনন্দিত যে, এই ভাস্কর্যটা, বিশেষ করে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন করতে পারলাম। সে জন্য আমি সত্যিই খুব আনন্দিত। সবাইকে আমি, এর সঙ্গে যারা জড়িত, সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং আসলেই এ স্থাপনাটা অত্যন্ত চমৎকারভাবে করা হয়েছে।
“শিল্পে, কলা, কৌশল থেকে শুরু করে, যারা নিরাপত্তায়…সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে। বাংলাদেশের এ অগ্রযাত্রায় আর কেউ বাধা দিতে পারবে না।”