ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করে কয়েকটি কারখানা, পুলিশের গাড়ি ও গণপরিবহনে ভাঙচুর চালিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযোগ- সহিংসতা, ভাঙচুর ও সড়ক অবরোধের এসব ঘটনায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি চক্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরিতে সন্তুষ্ট না হয়ে বৃহস্পতিবার সকাল থেকে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী। ছবি: নিউজবাংলা
আন্দোলনে নামা শ্রমিকদের আরেকটি একটি অংশ নাওজোড় এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে এবং রাস্তার ওপর কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় বাসন থানা পুলিশ, র্যাব ও শিল্প পুলিশ শ্রমিকদের ধাওয়া করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট মহাসড়কে ধরিয়ে দেয়া আগুন নিয়ন্ত্রণ করে।
অপরদিকে বিকেলে কোনাবাড়িসহ আশপাশের এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় তুসুকা গার্মেন্টসসহ একাধিক কারখানায় নির্বিচারে ভাঙচুর চালায় শ্রমিকরা। একপর্যায়ে পুলিশের গাড়িসহ বেশকিছু গণপরিবহনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, শ্রমিকদের অশান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে একটি কুচক্রী মহল। বৃহস্পতিবার সন্ধ্যায় কোনাবাড়ি এলাকায় র্যাবের এক সংবাদ ব্রিফিংয়ে এমনটা দাবি করেন র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ।
তিনি বলেন, ‘গত কয়েক দিনের সহিংসতা, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি চক্র। নাশকতা সৃষ্টির অভিযোগে এখন পর্যন্ত ২৭ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।’
একই কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মধ্যস্বত্বভোগী অরাজকতা করছে।