বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে।
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিন রাজধানীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাড্ডার শাহজাদপুরের বাসতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বাসটি পোস্তগোলা থেকে উত্তরা যাওয়ার পথে এতে আগুন দেয়া হয় বলে জানায় পুলিশ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে।