একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামসহ ৯ জনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।
চেয়ারম্যান বিচারপতি শাহীনুর ইসলামসহ তিন বিচারপতির ট্রাইব্যুনাল বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেয়।
রায়ের তারিখ পেছানোর কারণ জানতে চাইলে মামলা সংশ্লিষ্ট প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, ‘আজকে যথারীতি মামলাটি রায় ঘোষণার কথা ছিল, কিন্তু সকালে ডিফেন্স পক্ষ থেকে জানায়, এ মামলায় পলাতক দুইজন আসামি মারা গেছেন। এর মধ্যে একজনের বিষয়ে সত্যতা পাওয়া গেছে, আরেকজনেরটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু দুইজন আসামি মারা গেছেন, তাহলে তাদের তো মামলা থেকে বাদ দিতে হবে। এই কারণে আদালত রায়ের তারিখ পিছিয়ে ৩০ নভেম্বর রেখেছে।’
মামলার ৯ আসামির মধ্যে ৬৮ বছর বয়সী সুলতান আলী খাঁন ও ৬৯ বছর বয়সী মনিরুজ্জামান হাওলাদার মারা গেছেন। বাকি আসামিদের মধ্যে ৬০ বছর বয়সী খান আকরাম হোসেন, ৬২ বছর বয়সী শেখ মোহম্মদ উকিল উদ্দিন, ৭৯ বছর বয়সী মকবুল মোল্লা কারাবন্দি রয়েছেন।
আর পলাতক আসামিরা হলেন ৬৫ বছর বয়সী খান আশরাফ আলী, ৭০ বছর বয়সী রুস্তম আলী মোল্লা, ৬১ বছর বয়সী শেখ ইদ্রিস আলী ও ৬৪ বছর বয়সী শেখ রফিকুল ইসলাম বাবুল।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আর আসামিপক্ষে প্রসিকিউটর ছিলেন গাজী এইচ এম তামিম।
আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয় এ মামলায়। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়া হয়। পরে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।