বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাপাসিয়ায় রেস্টুরেন্টের মালিককে জরিমানা

  • প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)    
  • ৯ নভেম্বর, ২০২৩ ১২:১৭

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী জানান, রেস্টুরেন্টে মানসম্মত খাদ্যদ্রব্য পরিবেশনসহ সব কর্মচারীকে নির্ধারিত পোশাক পরে কাজ করার নির্দেশনা দেয়া হয় এবং ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করা হয়।

গাজীপুরের কাপাসিয়ায় একটি রেস্টুরেন্টের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে গত সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নিম্নমানের খাদ্যদ্রব্য তৈরি, বিক্রি ও সংরক্ষণের অপরাধে ‘জম জম রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারকে’ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নগদ ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী। সহযোগিতায় ছিলেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী জানান, রেস্টুরেন্টে মানসম্মত খাদ্যদ্রব্য পরিবেশনসহ সব কর্মচারীকে নির্ধারিত পোশাক পরে কাজ করার নির্দেশনা দেয়া হয় এবং ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করা হয়।

এ বিভাগের আরো খবর