পুরান ঢাকার ওয়ারীর হাটখোলা রোডে বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ওপর ট্রাক পড়ে এক উবার চালক নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৫৩ মিনিটে।
বাহিনীটি আরও জানায়, সূত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ট্রাকচাপায় নিহত প্রাইভেট কারে থাকা চালককে উদ্ধারে কাজ করে।
নিহত মহিউদ্দিন রাইড শেয়ারিং সার্ভিস উবারে প্রাইভেট কারটি চালাতেন। তার বাড়ি ভোলার লালমোহনে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আনিস নেসার জানান, রাতে উবারে দুইজন যাত্রী নিয়ে চালক মহিউদ্দিন বরিশালের গৌরনদী থেকে ঢাকার মোহাম্মদপুরে যাচ্ছিলেন। ওয়ারীতে স্টিলের শিটের রোলভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ওপর আছড়ে পড়ে। এ সময় ট্রাকে থাকা স্টিলের রোল চালকের আসনের ওপর পড়লে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও জানান, সৌভাগ্যক্রমে প্রাইভেট কারের দুজন যাত্রী বের হতে পারলেও স্টিলের রোলের নিচে চাপা পড়েন চালক মহিউদ্দিন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় প্রাইভেট কারের দরজা কেটে চালকের মরদেহটি উদ্ধার করেন ফায়ার ফাইটাররা।
এসআই আরও বলেন, ‘ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যান। চালককে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।’