বিএনপির নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নামে গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপিসহ বিরোধীদের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিন বুধবার এক বিবৃতিতে কাদের এ অভিযোগ করেন।
তৃতীয় দফায় অবরোধ শুরুর আগে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে তিনি দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের কথা জানিয়ে নির্যাতনের অভিযোগ করেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাসী সংগঠন বিএনপি নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নামে লাগাতার মিথ্যা, অপপ্রচার ও গুজব সৃষ্টি করছে এবং তাদের নেতা-কর্মীদের সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দিচ্ছে। একই সঙ্গে বিএনপি নেতারা তাদের দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের মিথ্যা অভিযোগ উত্থাপন করছেন।
‘বিএনপির সন্ত্রাসী ক্যাডার বাহিনীর যারা যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে, জনগণের জানমালের ওপর হামলা করছে, তারা নিজেরাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকছে। অথচ বিএনপি সরকারের বিরুদ্ধে বরাবরের মতো গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক নেতা-কর্মী বিবেচনায় নয়, কেবল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদেরই গ্রেপ্তার করছে। কোনো সন্ত্রাসী আত্মগোপনে থাকলে তার দায় সরকারের ওপর চাপানো যায় না। আওয়ামী লীগ কখনও গুম, খুন, অগ্নিসন্ত্রাস ও বিরোধী দল দমনের রাজনীতি করে না। গুম, খুন, সন্ত্রাসের রাজনীতি হলো বিএনপির মজ্জাগত আদর্শ।’