চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে।
উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৪ বছর বয়সী মুফাসসির উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মানিকড়া গ্রামের মোশাররফের আম বাগানে দুটি হাতি বেঁধে রেখে এর মাহুতরা খাবার খেতে যান, একপর্যায়ে হাতি দুটি গাছের ডাল ভেঙে ছুটে যায়।
আবার স্থানীয়দের কেউ কেউ বলছেন, হাতি দুটিকে দিয়ে মঙ্গলবার দিনভর ওই এলাকায় বিভিন্ন যানবাহন ও দোকানপাট থেকে চাঁদা উঠাচ্ছিলেন হাতির মাহুতরা। চাঁদা উঠানো নিয়ে অটোচালকদের সঙ্গে বাগবিতণ্ডা হলে হাতিগুলোকে ঢিল মারেন তারা। এরপর হাতি দুটি উত্তেজিত হয়ে মাহুতদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এদিকে বুধবার সকাল থেকে মানিকড়া গ্রামে হাতি দুটিকে দেখতে জমায়েত হয় স্থানীয়রা। ওই সময় তারা হাতি দুটিকে আটকের চেষ্টাও চালায়। একপর্যায়ে হাতি দুটি উত্তেজিত হয়ে একটি হাতি তার শুঁড় দিয়ে সেখানে থাকা কিশোর মুফাসসিরকে উঠিয়ে নিচে ফেলে দেয়।
পরে স্থানীয়রা তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুফাসসিরকে মৃত বলে জানান।
নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, দুইটি হাতির মধ্যে গ্রামবাসী পরে একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করে রাখে। অন্য হাতিটি এখনও আটক করা সম্ভব হয়নি। রাজশাহী থেকে বন কর্মকর্তার কার্যালয়ে জানানো হয়েছে; তারা আসছেন। স্থানীয়দের নিরাপত্তায় ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান করছে।