বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।
স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ে বাংলাদেশবিষয়ক প্রশ্নকর্তা জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের উদ্দেশে বলেন, সহিংসতা বন্ধের পাশাপাশি জোরপূর্বক আটকের মাত্রাতিরিক্ত প্রয়োগ বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক বলেছেন, জাতিসংঘ অকার্যকর এবং ভালো কিছু কথা বলা ছাড়া বিশ্বে সংস্থাটির কোনো ভূমিকা নেই।
বাংলাদেশে সরকারবিরোধী প্রতিবাদে অংশ নেয়া আট হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রশ্নকর্তা বলেন, সর্বত্র লোকজনকে হত্যা করছে পুলিশ। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান প্রশ্নকর্তা।
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘আমি মনে করি, জাতিসংঘের সমালোচনা নতুন কিছু নয় এবং আমি মনে করি এ ধরনের অভিব্যক্তি বিভিন্ন সময়ে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি জাতিসংঘের কোন অংশের কথা বলছেন।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা-সংঘর্ষের ঘটনায় মহানগরীর বিভিন্ন থানায় গত ১০ দিনে ১১২টি মামলা হয়েছে। এসব মামলায় সোমবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৬৩৬ জন।
ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গত সপ্তাহে আমরা যা বলে আসছি, আপনাকে সেই দিকেই নির্দেশ করব। এর চেয়ে বেশি কিছু না বললেও গণগ্রেপ্তার ও সাধারণ পরিবেশ নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি।’