বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিহত স্টেশন মাস্টার

  • প্রতিনিধি, গাইবান্ধা   
  • ৭ নভেম্বর, ২০২৩ ১৫:০১

বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, সকালে ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য করতোয়া ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন সোবহান আকন্দ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন এক স্টেশন মাস্টার।

মঙ্গলবার সকালে উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে দুর্ঘটনায় পড়েন ওই ব্যক্তি, পরে দুপুরে তিনি মারা যান।

নিহত ৭০ বছর বয়সী সোবহান আকন্দ ওই স্টেশনেরই (টিএলআর) স্টেশন মাস্টার ছিলেন। তার বাড়ি গাইবান্ধার পৌর এলাকার জুম্মাপাড়ায়। দুর্ঘটনার কবলে পড়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান। তিনি জানান, সকালে ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য করতোয়া ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন সোবহান আকন্দ।

মহিমাগঞ্জ রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে স্টেশন মাস্টার খলিলুর ররহমান জানান, আব্দুস সোবহান মহিমাগঞ্জ স্টেশনে টিএলআর (চুক্তিভিত্তিক) স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেন তিনি। এ সময় চলন্ত করতোয়া ট্রেনে ওঠার চেষ্টা করেন।

তিনি জানান, এতে তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে, তার ডান হাত ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয় যায়। পরে স্থানীয়রা গুরত্বর আহত আব্দুস সোবহানকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর