চট্টগ্রামের হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন।
উপজেলার চারিয়ায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অটোরিকশাটি ভাটিয়ারী থেকে বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। আর বাসটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সবাই নিহত হয়।’
ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহত যাত্রীরা সবাই একই পরিবারের। তারা মাইজভান্ডার শরীফের দিকে যাচ্ছিলেন।’
এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।