ভাওয়াইয়া সংগীতের স্বানামধন্য কণ্ঠশিল্পী নাদিরা বেগম গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি হার্টের অসুস্থতায় গত তিন সপ্তাহ বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন ছিলেন। মেডিক্যাল বোর্ডের পরামর্শে বর্তমানে নাদিরা বেগমকে একই হাসপাতালের আইসিউতেতে স্থানান্তর করা হয়েছে।
‘কল কল ছল ছল নদী করে টলমল...’ ছাড়াও আরও অনেক বিখ্যাত গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের কন্যা নাদিরা বেগম ১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসাবে তালিকাভুক্ত হন।
নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ভাওয়াইয়া ছাড়াও তিনি পল্লীগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন।
এ গুণী শিল্পীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।