রাজধানীর নয়াপল্টনে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা-সংঘর্ষের ঘটনায় মহানগরীর বিভিন্ন থানায় গত ৯ দিনে মোট ১০২টি মামলা হয়েছে। এসব মামলায় রোববার পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৫৫৪ জন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি জানান, ডিএমপির আটটি বিভাগের মধ্যে মতিঝিল বিভাগে মামলা হয়েছে সবচেয়ে বেশি। এ বিভাগে মোট মামলার সংখ্যা ৩৩। মতিঝিল বিভাগের আওতায় পল্টন থানায় সবচেয়ে বেশি ১৫টি মামলা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ডিএমপিতে মোট ১০২টি মামলায় ৫ নভেম্বর রোববার পর্যন্ত এক হাজার ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রোববার রাজধানীতে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়।