আগুনে কেউ হতাহত হয়েছে কি না জানতে চাইলে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম নিউজবাংলাকে বলেন, ‘কেউ হতাহত হয়নি।’
বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর দুইটা পাঁচ মিনিটে বাসে আগুনের খবর পেয়ে বাহিনীর সদস্যরা ঘটনাস্থল বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে পৌঁছান দুইটা আট মিনিটে।
তিনি জানান, বিকল্প অটো সার্ভিস পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন নির্বাপণে পুলিশের সহযোগিতায় কাজ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট।
আগুনে কেউ হতাহত হয়েছে কি না জানতে চাইলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, ‘কেউ হতাহত হয়নি।’