বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধে গাজীপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুরে কেপি পরিবহন এবং রোববার রাত দুইটার দিকে জয়দেবপুর এলাকার বিলাশপুরে গাজীপুর পরিবহনের বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘রোববার রাত দুইটার দিকে বিলাশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা গাজীপুর পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত করছি।’
এদিকে সোমবার সকাল ৬টার দিকে কালিয়াকৈর বাস স্টেশন থেকে ছেড়ে আসা কালিয়াকৈর পরিবহন (কেপি) নামের একটি যাত্রীবাহী বাস গাজীপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন যুবক পেট্রল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে নেমে পড়েন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, সোমবার সকালে সফিপুর এলাকায় কেপি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।