বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ও দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বন্দর নগরীর অক্সিজেন মোড় এলাকায় রোববার রাত সোয়া ১০টার দিকে র্যাংগস মোটর্সের সামনে পার্ক করা ওই বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন করে। ঈশা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে রাউজান রুটে চলাচল করে।
অক্সিজেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃণাল মজুমদার বলেন, ‘গাড়িটি ওই স্থানে রেখে চালক কোথাও গিয়েছিলেন। জায়গাটাও কিছুটা নির্জন। এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণ করে।’
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে একই দিন ভোরে পতেঙ্গা এলাকায় গার্মেন্ট শ্রমিকদের জন্য অপেক্ষায় থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে অবরোধের পাশাপাশি রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
এদিন সকাল থেকে হরতাল ও অবরোধের সমর্থনে নেতা-কর্মীরা কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে চট্টগ্রামে। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।