ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক দু’বারের সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা হেরেছেন ১৭ হাজার ৫৭৪ ভোটের ব্যবধানে।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দুপুর দেড়টা পর্যন্ত একাধিক ভোট কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের শাহজাহান আলম সাজু (নৌকা) ৪৬ হাজার ৯৭৩ ভোট, সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা (কলার ছড়া) ২৯ হাজার ৩৯৯ ভোট, জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল) ২ হাজার ৭১২ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. রাজ্জাক হোসেন (আম) ৬৮৮ ভোট এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম (জুয়েল) ৪০৪ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আমস থেকে নির্বাচিত হন। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন তিনি। এরপর চলতি বছরের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সাত্তার।