লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী মিয়া গোলাম ফারুক পিংকু এক লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় পার্টির রাকিব হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৬ ভোট, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে পেয়েছে ২ হাজার ১২৬ ভোট এবং এনপিপির আম প্রতীকে পেয়েছে ৫১৩ ভোট। মোট এক লাখ ২৭ হাজার ৮৪ ভোট বৈধ হিসেবে গণ্য করেছে নির্বাচন কমিশন।
রোববার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ব্যালটে ভোটগ্রহণ সম্পন্ন। ভোট শেষে হয় বিকেল ৪টায়। জেলার একটি পৌরসভা ও দুটি থানা নিয়ে প্রায় ১১৫টি কেন্দ্রে ব্যালটে ভোট হয়।
সকাল সকাল কেন্দ্রগুলোতে ভোটারের তেমন একটা উপস্থিতি না দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে পারে আশা রেখেছিলেন প্রার্থীরা। কিন্তু বেলা বাড়লেও ভোটার শূন্য দেখা যায় বেশির ভাগ কেন্দ্র।
এদিকে, লক্ষ্মীপুর সদর-৩ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী রাকিব হোসেন ও জাকের পার্টির গোলাপ ফুল প্রার্থী শামছুল করিম খোকন ভোট বর্জন করেছেন। এজেন্টদের বের করে দেয়া, জাল ভোট ও ভোট কারচুপিসহ নানা অভিযোগ এনে দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন অভিযোগ করে বলেন, ৯০ভাগ কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। এ ছাড়া তারা জাল ভোট দিচ্ছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলো ভোটারশূন্য, অথচ ভেতরে গিয়ে দেখা যায় ভোট পড়েছে। তাহলে এসব ভোট কারা দিচ্ছে। নির্বাচনের নামে আমাদের সাথে প্রতারণা হচ্ছে। তাই এ ভোট বর্জন করলাম।
অন্যদিকে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. শামছুল করিম খোকন বলেন, শুরু থেকে প্রশাসন আমাদের সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছিল, কিন্তু এখন প্রশাসন নীরব। ক্ষমতাসীন দলের লোকজন জাল ভোট দিচ্ছে। তাদের নেতাকর্মীরা কেন্দ্রে বল প্রয়োগ করছে। তাই ভোটের পরিবেশ না থাকায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জন করলাম।
লক্ষ্মীপুর-৩ শূন্য আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়। প্রিসাইডিং কর্মকর্তার পাশাপাশি ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯৫০ জন পুলিশ, ১৪৯৫ জন আনসার ও ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ ছাড়াও টহলে ছিল র্যাবের সাতটি টিম।
জাল ভোট ও অনিয়মের বিষয়ে ফরহাদ হোসেন বলেন, আমাদের একজন প্রার্থী মৌখিক অভিযোগ করেছেন। ভোট বর্জনের বিষয়েও তারা লিখিত কিংবা মোবাইল ফোনে কল করে জানাননি। ডিসি-এসপিসহ আমরা অনেক কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নৌকা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম ফারুক পিঙ্কু বলেন, আমার নয়, শেখ হাসিনার বিজয় হয়েছে। বিগত দিনে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, উপ-নির্বাচনে জনগণ তার প্রতিফলন ঘটিয়েছে। সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত সুন্দর পরিবেশে শৃঙ্খলভাবে ভোট গ্রহণ হয়েছে। গণনা পর্যন্ত অপ্রতিকর ঘটনা ঘটেনি। জনগণ আওয়ামী লীগের সাথে আছে, জনগণ আমার সাথে আছে, জনগণ শেখ হাসিনার উন্নয়নের সাথে আছে। আমি বিশ্বাস করেছি জনগণের প্রত্যক্ষ ভোটে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। জনগণকেই নিয়ে আমি কাজ করব এবং তাদের পাশে আছি।
গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু হয়। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন।