অপরাধ করার কারণে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইউএনবির একটি প্রতিবেদন।
বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে তাদের গ্রেপ্তার করা হয়নি। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।’
এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।
ওই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এছাড়া আমাদের সব বিষয়েই তিনি আলাপ করেছেন আমার সঙ্গে।’