রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের করা শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই।
গত ২৪ জুলাই দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন একটি চিঠি দেয়। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন দলটির চেয়ারম্যান।
রুলে নিবন্ধন খারিজ করে ২৪ জুলাইয়ের দেয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নিবন্ধন দিতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চায় হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও উপ- সচিবকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।