বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নগরীর পতেঙ্গা এলাকায় রোববার ভোর পাঁচটার দিকে ধুমপাড়া সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিপরীত পাশে দাঁড়ানো ওই বাসে আগুন দেয় তারা।
স্থানীয়রা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোরে ধুমপাড়া সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিপরীত পাশে গার্মেন্টস কর্মীদের জন্য বাসটি অপেক্ষায় ছিল। ওই সময় সিএনজি চালিত অটোরিকশাতে করে কয়েকজন দুর্বৃত্ত এসে ওই বাসে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়।’
এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ শনাক্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে অবরোধের পাশাপাশি রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
এ দিন সকাল থেকে হরতাল ও অবরোধের সমর্থনে নেতা-কর্মীরা কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে চট্টগ্রাম। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে ৩১ অক্টোবর থেকে দেশজুড়ে টানা তিনদিন অবরোধ পালন করে বিএনপি-জামায়াত।