বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রাজধানীর মেরাদিয়ায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়েছেন এক পরিবহন শ্রমিক।
মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাসে আগুন দেয়া হয়।
দগ্ধ ৩০ বছর বয়সী সবুজ মিয়া রমজান পরিবহন বাসের চালক। তিনি পরিবার নিয়ে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় থাকেন। ঘটনার পর তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সবুজের স্ত্রী রোশেদা বেগম জানান, সবুজ সকালে বাসা থেকে বের হয়ে অছিম পরিবহনের বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় গেলে এক দুর্বৃত্ত বাসে উঠেই গেটের পাশে আগুন ধরিয়ে দেয়।
তখন বাস থেকে নামতে গিয়ে সবুজের শরীরে আগুন ধরে যায়। ওই সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম নিউজবাংলাকে বলেন, ‘সকালে একজন ফোন দিয়েছিল। একটু পরেই আবার ফোন দিয়ে বলেন আগুন নিভে গেছে। তাই এই ঘটনায় আমাদের ঘটনাস্থলে ইউনিট পাঠাতে হয়নি।’