বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে ২৫ মিনিটের ব্যবধানে তিন বাসে আগুন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৪ নভেম্বর, ২০২৩ ২০:৩০

নিউমার্কেটে গাউছিয়া মার্কেটের সামনে রাত সাড়ে ৭টায়, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে রাত ৭টা ৩৫ মিনিটে এবং সায়েদাবাদে জনপদের মোড় রাত ৭টা ৫৫ মিনিটে বাসে আগুনের ঘটনা ঘটে।

রাজধানীতে শনিবার রাতে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও সায়েদাবাদে ২৫ মিনিটের ব্যবধানে যাত্রীবাহী বাসে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘নিউমার্কেটে গাউছিয়া মার্কেটের সামনে রাত সাড়ে ৭টার দিকে একটি মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৭টা ৪০ মিনিটে পলাশী ব্যারাক ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

অপর ঘটনাটি ঘটে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে রাত ৭টা ৩৫ মিনিটে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে আগুন নেভায়।

সায়েদাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে বাসে আগুনের ঘটনাটি ঘটে রাত ৭টা ৫৫ মিনিটে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এলিফ্যান্ট রোডে বাসে আগুন লাগার ঘটনার প্রত্যক্ষদর্শী অনিক বিশ্বাস শুভ নিউজবাংলাকে বলেন, ‘আমি বাসের যাত্রী হয়ে মোহাম্মদপুরে যাচ্ছিলাম। রাত ৭টা ৩৫ মিনিটের দিকে আমাদের বাসটির ১০-১৫টি বাস সামনে একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে প্রায় ১০-১২ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।’

এ বিভাগের আরো খবর