গাইবান্ধার সাদুল্লাপুরে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর কানিপাড়া গ্রামের ধারাইচতরা বিলে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ৬ বছর বয়সী শিশু রিয়ন ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও ৭ বছর বয়সী তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়তের বরাতে ওসি নিউজবাংলাকে মুঠোফোনে বলেন, ‘শিশু দুজনে বাড়ির পাশেই খেলছিল। খেলার এক ফাঁকে তারা পাশের ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে গেলে সবার অজান্তেই পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদেরকে ধারাইচতরা বিল থেকে উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। পরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
এমন দুর্ঘটনা যাতে আর না হয় সেজন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।